অবাক কান্ড, বন্ধুকে লেখা চিঠি পৌঁছাল ৫০ বছর পর!

প্রিয় বন্ধুকে চিঠি লিখেছিলেন। কিন্তু ডাক গোলযোগের জেরে সেই চিঠি পৌঁছাল ৫০ বছর পর। অস্ট্রেলিয়ার অ্যাডিলেডের ওয়াটল পার্কের ঘটনা। সম্প্রতি বাড়ির চিঠির বাক্স হাতড়ে বিবর্ণ হয়ে যাওয়া একটি চিঠি হাতে পান টিম ও ফ্লেয়ার ডাফি। তাতেই চমক। গায়ে ১৩ ফ্রাঁ মূল্যের ডাকটিকিট সাঁটানো চিঠিটি ১৯৬৬ সালে ফ্রান্সের তাহিতি থেকে লেখা হয়েছিল।

অ্যাডিলেডের বাসিন্দা বন্ধু রবার্ট জর্জিয়োর উদ্দেশে ফ্রান্স অধীনস্থ পলিনিশিয়ান দ্বীপপুঞ্জ থেকে সেটি লিখেছিলেন ক্রিশ নামের এক ব্যক্তি। তাতে আবহাওয়া নিয়ে বন্ধুর সঙ্গে গল্প করেছেন। চিঠিটি হাতে পেয়ে অস্ট্রেলিয়ার ডাক বিভাগে দৌড়ান টিম ও ফ্লেয়ার।

জানতে পারেন ৫০ বছর আগে ডাক গোলযোগের জেরেই চিঠিটি সময়মতো পৌঁছায়নি। তার জন্য ক্ষমা চেয়ে নিয়েছে ডাক বিভাগের কর্মীরা। কিন্তু ক্রিশের বন্ধু জর্জিয়োর হদিশ মেলেনি। জানা গেছে, ১৯৬৩ সালে ওই বাড়িটি তৈরি করেছিলেন জর্জিয়ো। ২০১৫ সালে সেখানে সংসার পেতেছিলেন টিম ও ফ্লেয়ার।-আজকাল



মন্তব্য চালু নেই