অবাক কাণ্ড, এবার শিস নিয়েও প্রতিযোগিতা!

কোনো কিছু দেখে মনে আনন্দ পেলেই মুখে বেজে উঠে শিস। শিস দিয়ে আড্ডা মাতিয়ে তোলার মতো অনেক ঘটনাই জীবনে রয়েছে। বিশেষ করে সিনেমা হল, কলেজ ক্যান্টিন, আবার পাড়ার গলিতো আছেই। বিশষ করে সুন্ধরী আপুদের দেখলে অনেকেই দেখা যায় শিস দিয়ে ওঠেন। অল্পবিস্তর মুখে শিস বাজেনি নতুন প্রজন্মের মাঝে এমন সংখ্যা বিরল।

তবে সেই শিসেরই যে এমন কদর এর আগেই বা সে বিষয়টি কে জানত? শিস শিল্পীদের নিয়ে বিশাল জলসার আসর বসেছিল জাপানের কাওয়াসাকিতে। জেনে নিন, শিসের কেরামতি। সুরেলা আওয়াজে মন ভরছে দর্শকদের। হাজির ছয় দেশের তাবড় শিস শিল্পীরা। জাপানের কাওয়াসাকিতে বসেছিল অভিনব এই জলসা।

কোনো কোনো শিল্পীর শিসের সঙ্গতে ছিল তাদের পছন্দের বাদ্যযন্ত্র। কখনো ধ্রুপদী সঙ্গীতের সুর আবার কখনো রক গানকেই শিসে হুবহু নকল করেছেন শিল্পীরা।

প্রতিযোগিতায় অংশ নিয়েছিল জাপান, ভারত, অষ্ট্রেলিয়া, কোরিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলা। অনুষ্ঠানের বিচারকরাও বেজায় কড়া। শিস দিতে দিতে কোনোভাবে নিঃশ্বাসের শব্দ মাইক্রোফেনে চলে এলে নম্বর মাইনাস। এসব কড়া নজরদারির মধ্যে দিয়েই মনমাতানো শিসের শব্দে মজল কাওয়াসাকির প্রেক্ষাগৃহ।-জিনিউজ



মন্তব্য চালু নেই