অবশেষে হোয়াটসঅ্যাপ চ্যাটিংয়ে চালু হলো ডকুমেন্ট শেয়ারিং

বিশ্বের জনপ্রিয়তম মেসেজিং প্লাটফর্ম হোয়াটসঅ্যাপ-এ নতুন সুবিধা যোগ হতে চলেছে। অবশেষে এর মাধ্যমে ডকুমেন্ট পাঠাতে পারবেন ব্যবহারকারীরা। গুগল প্লে এবং অ্যাপ স্টোরে ফিচারটি যোগ হয়েছে। অ্যান্ড্রয়েডে হোয়াটসঅ্যাপ সংস্করণ ২.১২.৪৫৩ এবং আইওএস-এ সংস্করণ ২.১২.১৪-তে এখন থেকে ‘ডকুমেন্ট’ বিভাগটি দেখা যাবে। অ্যাটাচমেন্টের অংশে এটি পাওয়া যাবে। এর মাধ্যম যেকোনো ডকুমেন্ট যোগ ও শেয়ার করা যাবে। তবে আপাতত ফিচারটি পিডিএফ ফাইল আদান-প্রদানের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। একাধিক ডকুমেন্ট খুব শিগগিরই যোগ হতে চলেছে। যারা আদান-প্রদান করবেন তাদের উভয়ের ফোনে হোয়াটসঅ্যাপের আপডেটেড সংস্করণ থাকতে হবে। এরই মধ্যে হোয়াটসঅ্যাপের আইওএস সংস্করণে বেশ কয়েকটি নতুন আপডেট এসেছে। এখন থেকে আইওএস ব্যবহারকারীরা অন্যান্য ক্লাউড স্টোর থেকে ছবি বা ভিডিও শেয়ার করতে পারবেন। গুগল ড্রাইভ, ড্রপবক্স বা মাইক্রোসফট ওয়ানড্রাইভ থেকে এসব শেয়ার করা যাবে। এ ছাড়া চ্যাট ব্যাকগ্রাউন্ডে নানা রং দেওয়া হচ্ছে তাদের



মন্তব্য চালু নেই