অবশেষে সেই ‘বেবি অব বিউটি’র চিরবিদায়

পৃথিবীর আলো-বাতাস ছেড়ে চিরদিনের মত চলে গেল ‘বেবি অব বিউটি’। পিতৃপরিচয় না থাকায় লোকলজ্জার ভয়ে ছয়তলা ভবন থেকে ছুড়ে ফেলা ওই নবজাতক বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

ঢামেকের রেজিস্ট্রি খাতায় তাকে ‘বেবি অব বিউটি’ নাম দেওয়া হয়েছিল। ঢামেক হাসপাতালের নবজাতক ইউনিটের সহযোগী অধ্যাপক ডা. মনীষা ব্যানার্জি বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ১ ফেব্রুয়ারি রাজধানীর বেইলি রোডের একটি ভবনের ৬ তলা থেকে সদ্যোজাত এ শিশুকে ফেলে দিয়েছেন তার মা! শিশুটি মাটিতে না পড়ে ভবনের দ্বিতীয় তলার সানশেডে আটকে যায়। শিশুটির কান্নার শব্দ শুনে আশপাশের বাসিন্দারা তাকে উদ্ধার করে হাসপাতালে নেন। ওইদিন তাকে প্রথমে মগবাজারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

প্রোপার্টিজ হাউজিংয়ের ওই ভবনের ষষ্ঠ তলার বারান্দা দিয়ে ফেলে দেওয়া শিশুটির মা ওই ভবনেরই একটি ফ্ল্যাটের গৃহকর্মী। ১৭ বছর বয়সী ওই গৃহকর্মী কুমিল্লায় বোনের বাসায় বেড়াতে গেলে তার দুলাভাইয়ের জোরপূর্বক শারীরিক সম্পর্ক করেন। এতে গর্ভবতী হয়ে পড়েন তিনি।

কুমারী ওই মা পরে তার ভগ্নিপতি নীরবের বিরুদ্ধে রাজধানীর রমনা থানায় ধর্ষণ মামলা করেন।



মন্তব্য চালু নেই