অবশেষে বৈঠকে রাজি মিয়ানমার

অবশেষে সাত দিন ধরে আটকে থাকা বিজিবি নায়েক আব্দুর রাজ্জাককে ফিরিয়ে দিতে পতাকা বৈঠকে রাজি হয়েছে মিয়ানমার। এ বিষয়ে আলোচনার জন্য বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি প্রতিনিধিদের তালিকা চেয়ে চিঠি দিয়েছে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি।

আজ মঙ্গলবার সন্ধ্যায় বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহেমদ এ তথ্য জানিয়েছেন।

গত ১৭ জুন টেকনাফ সীমান্তে নাফ নদী থেকে বিজিবির নায়েক আব্দুর রাজ্জাককে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী ধরে নিয়ে যায়। তাকে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশের তরফ থেকে বারবার উদ্যোগ নেয়া হলেও মিয়ানমারের তরফ থেকে আশানুরূপ সাড়া পাওয়া যায়নি। পতাকা বৈঠকে মিয়ানমার সম্মত হওয়ায় আব্দুর রাজ্জাককে ফিরিয়ে আনার পথ তৈরি হবে বলে জানিয়েছে বিজিবি।

এদিকে, আটক সীমান্তরক্ষীর সঙ্গে মিয়ানমারের কর্তৃপক্ষের আচরণে বাংলাদেশে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সেখানকার গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, আবদুর রাজ্জাকের মুখে ক্ষতচিহ্ন এবং রক্তের দাগ রয়েছে।



মন্তব্য চালু নেই