অবশেষে বন্ধ হয়ে যাচ্ছে সিটিসেল!

বন্ধ হয়ে যাচ্ছে বাংলাদেশের প্রথম মোবাইল ফোন অপারেটর সিটিসেল। যেকোনো সময় সরকার প্রতিষ্ঠানটির লাইসেন্স ও তরঙ্গ বাতিল করে দিতে পারে।

রবিবার গ্রাহকদের উদ্দেশে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজস্ব বকেয়া বাকি এবং পরিশোধে গড়িমসি করায় যেকোনো সময় সিটিসেলের লাইসেন্স ও তরঙ্গ বাতিল এবং অপারেশনাল কার্যক্রম বন্ধ করে অপারেটরটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে পারে সরকার। একাধিকবার নোটিশ ও তাগাদা দেয়ার পরও প্রতিষ্ঠানটি ওই বকেয়া অর্থ পরিশোধ করেনি।

বিজ্ঞপ্তিতে আগামী দুই সপ্তাহের মধ্যে বিকল্প সেবা গ্রহণের জন্য গ্রাহকদের আহ্বান জানিয়েছে টেলিযোগাযোগ খাতের নিয়ন্ত্রক সংস্থাটি।

বিটিআরসি সূত্র বলছে, সিটিসেলের কাছে বিটিআরসির পাওনা ৪৭৭ কোটি ৫১ লাখ টাকা।

বিটিআরসির সর্বশেষ হিসাব অনুযায়ী, বাংলাদেশের প্রথম মোবাইল ফোন অপারেটরটির গ্রাহক সংখ্যা গত জুনে ছিল প্রায় সাত লাখ।



মন্তব্য চালু নেই