অবরোধ এখন বিএনপির ভোঁতা অস্ত্র

২০ দলীয় জোট হরতাল, অবরোধকে এখন ভোঁতা অস্ত্র বানিয়ে ফেলেছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি মঙ্গলবার সকালে গাজীপুরের জিরানী এলাকায় সড়ক দুর্ঘটনা রোধে বিআরটিএর জনসচেতনাতামূলক প্রচারণা ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিদর্শনে এসে এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, ‘হরতাল হচ্ছে গণআন্দোলনের চূড়ান্ত পর্যায়ের কার্যকর হাতিয়ার। কিন্তু অতি ব্যবহারে, অপপ্রয়োগে হরতাল অবরোধকে বিএনপি একটি অকার্যকর ও ভোঁতা হাতিয়ারে পরিণত করেছে।’

তিনি আরো বলেন, ‘গণআন্দোলন গণহত্যা করে হয় না। আজকে আন্দোলনের নামে যা হচ্ছে তা গণহত্যা।
সেতুমন্ত্রী11ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সড়ক ও জনপথের ঢাকা বিভাগীয় তত্ত্বাবধায়ক প্রকৌশলী আফতাব উদ্দিন আহমেদ, জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক সাজ্জাদ হোসেনসহ জেলা প্রশাসন এবং সওজ এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে মন্ত্রী জিরানী এলাকার বেগম ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের রোগীদের পারাপারের জন্য ফুটওভার ব্রিজের সম্ভাব্য স্থান নিয়ে আলোচনা করেন।



মন্তব্য চালু নেই