অবরোধে পোশাক শিল্পে ক্ষতি ৪৫০ কোটি টাকা

বিএনপির ডাকে চলমান অবরোধে দেশের তৈরি পোশাক শিল্পে সাড়ে চারশ’ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে পোশাক প্রস্তুতকারী ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ।

সোমবার সংগঠনটির পক্ষ থেকে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি আতিকুল ইসলাম এ দাবি করেন।

তিনি বলেন, ‘বর্তমান রাজনৈতিক পরিস্থিতি চলমান থাকলে বাংলাদেশের পোশাক শিল্পের ভবিষ্যৎ অন্ধকার। গত কয়েকদিনের রাজনৈতিক পরিস্থিতির কারণে এখাতে সাড়ে চারশ কোটি টাকার ক্ষতির হয়েছে।’

আতিকুল ইসলাম বলেন, ‘চলমান রাজনৈতিক পরিস্থিতির কারণে পোশাক শিল্প কঠিন ইমেজ ও অস্তিত্ব সঙ্কটে পড়েছে। এ পরিস্থিতিতে পোশাক শিল্পকে বাঁচিয়ে রাখতে হলে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা করেই সঙ্কট নিরসন করতে হবে।’

তিনি বলেন, ‘তারা ( রাজনীতিকরা) আমাদের ঘাঁড়ে বন্দুক রেখে রাজনীতি করবে-এটা হতে পারে না। এখন আমাদের ব্যয় বেড়ে গেছে। শ্রমিকদের বেতন বেড়েছে। এ অবস্থায় চলতে থাকলে আমরা প্রতিষ্ঠান চালাতে পারবো না।’

বিজিএমইএ সভাপতি বলেন, ‘হরতাল অবরোধের কারণে আমরা বায়ারদের অর্ডার ঠিকমতো পৌঁছাতে পারি না। বায়াররা রাজনৈতিক অস্থিতিশীলতা ও জানমালের নিরাপত্তার কারণে আমাদের সঙ্গে ব্যবসা করতে চায় না।’

এ সময় বিজিএমইএ নেতারা পোশাক খাতকে রাজনৈতিক কর্মসূচির আওতামুক্ত রাখার দাবি জানান।



মন্তব্য চালু নেই