অপূর্ব-মম’র লাভ স্টেশন

এবারের ঈদ উল ফিতরে একুশে টেলিভিশনের ছয়দিন ব্যাপি বর্ণাঢ্য ঈদ অনুষ্ঠানমালায় প্রচার হবে বিশেষ নাটক ‘লাভ স্টেশন’। খায়রুল বাসার নির্ঝর এবং রাশেদ রাহার পরিচালনয় ঈদের এই বিশেষ নাটকটিতে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব, জাকিয়া বারী মম, স্বাধীন খসরু, সাবেরী আলম, কাজী উজ্জলসহ আরও অনেকে।

নাটকের গল্পে দেখা যাবে, বাসা থেকে পালানো ছাড়া আপাতত কোন উপায় ছিলনা আনিকার। অ্যারেঞ্জ ম্যারেজ ব্যাপারটিকে চিরদিনই সে ঘৃনার চোখে দেখে এসেছে। শেষ পর্যন্ত তার ভাগ্যেই কিনা ব্যাপারটি ঘটতে চলেছে? বাবা-মা ছেলে পছন্দ করে রেখেছেন। তার সঙ্গেই নাকি আনিকাকে বিয়ের পিঁড়িতে বসতে হবে। মানতে পারছে না সে। সম্পুর্ণ অপরিচিত একটা ছেলে, কিছুই জানে না তার সর্ম্পকে। কোনদিন দেখেওনি। একটা বারের জন্য ছবি দেখেছে শুধু। বাবা জোর করেই দেখিয়েছেন। তার সাথেই বিয়ে। এও কি সম্ভব। আনিকা তাই বাসা থেকে পালানোর সিধান্ত নেয়। নিজের পছন্দ তার নেই তেমন। সিয়াম নামের একটা ছেলে তাকে পছন্দ করে, জানে আনিকা। পালানের আগের রাতে ওকে নক করে। সরাসরি প্রস্তাব দেয়। ওকে যদি সে ভালবাসে, যদি বিয়ে করতে চায় তাহলে কাল রাতেই যেন স্টেশনে আসে। অন্যদিকে মহিনেরও খানিকটা একই অবস্থা। প্রেম করে বিয়ে করতে হবে। এমন চাওয়া তার নেই যদিও। কিন্তু পরিচয়? সেটাতো থাকতে হবে।

একুশে টেলিভিশনে ঈদের দিন রাত ১০টায় প্রচার হবে নাটকটি।



মন্তব্য চালু নেই