অপারেশন করে গালে টোল বানাতে গিয়ে মুখের একি অবস্থা হলো?

খুব সখ ছিল আইনজীবী ক্যারেলে ক্যাম্পবেল-এর। হাসলে গালে যাতে টোল পড়ে সে আশা নিয়ে তিনি ডাক্তারের কাছে গিয়েছিলেন। কিন্তু সে আশায় গুড়েবালি। গিয়েই পড়লেন বিপদে। টোলের বদলে তার গালে হয়ে গেছে গর্ত।

কৃত্রিমভাবে গালে টোল পড়ানোর প্রথম নারী ক্যাম্পবেল, যিনি প্লাস্টিক সার্জারি করান। কিন্তু এতে হয়ে যায় হিতে বিপরীত। মুখে ক্ষত নিয়ে অনুশোচনা ছাড়া আর কোনো উপায় নেই। এ জন্য ক্যাম্পবেল-এর ঝক্কি-ঝামেলাও কম যায়নি। খরচাও কম হয়নি। তাতে তার ২,৫০০ ডলার গুনতে হয়েছে। প্লাস্টিক সার্জারির পর তার গালের গর্ত আরও গভীর হয়েছে। তবে চিকিৎসকরা এর দায়ভার নিতে নারাজ। তার গাল আগের অবস্থায় ফিরিয়ে আনা অসম্ভব নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। টোলের সখ মেটাতে গিয়ে এখন তার আফসোস করা ছাড়া কোনও উপায় নেই।



মন্তব্য চালু নেই