“অপরাধ ঢাকতে পারবে না সৌদি আরব”

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, শিয়া নেতা নিমর আল-নিমরকে হত্যা করে যে অপরাধ করেছে, সম্পর্ক ছিন্ন করে তা ঢাকতে পারবে না সৌদি আরব।

তেহরানে সৌদি দূতাবাসে হামলা চালানোর পর রোববার ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কচ্ছেদের ঘোষণা দেয় সৌদি আরব। এর আগে শিয়া নেতা নিমরের ফাঁসি কার্যকর করে সৌদি কর্তৃপক্ষ। একই দিন আরো ৪৫ জনের ফাঁসি কার্যকর করা হয়।

নিমরের ফাঁসি কার্যকরের পরে বিশ্বের শিয়া সম্প্রদায় ক্ষোভ প্রকাশ করে। ইরানে সৌদি আরববিরোধী বিক্ষোভ হয় এবং সৌদি দূতাবাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এর পরিপ্রেক্ষিতে সৌদি আরব ইরানের সঙ্গে সব ধরনের সম্পর্কচ্ছেদের ঘোষণা দেয়।

এদিকে সৌদি আরবকে সমর্থন করে বাইরাইন, সুদান ও কুয়েত ইরান থেকে তাদের কূটনীতিকদের প্রত্যাহার করে নিয়েছে। উপসাগরীয় দেশগুলো ইরানের বিরুদ্ধে অবস্থান নিয়ে সৌদি আরবের সমর্থন করছে।

সবশেষ তেহরান থেকে কূটনীতিক প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দেয় কুয়েত। এই ঘোষণার পর মুখ খুললেন হাসান রুহানি। তিনি বলেছেন, অপরাধ করে সৌদি আরব পার পাবে না।

তথ্যসূত্র : আলজাজিরা অনলাইন।



মন্তব্য চালু নেই