অন্ধকারে শের-ই-বাংলা, মাঠ ছাড়ছেন দর্শকরা

এশিয়া কাপ টি২০ ক্রিকেটের শ্রেষ্ঠত্বের লড়াই দেখতে মুখিয়ে ছিল পুরো ক্রিকেট বিশ্ব। গত কদিন ধরেই এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোরগোল ফেলেছিল বাংলাদেশ-ভারতের সমর্থকরা। দেশি-বিদেশি গণমাধ্যম, ক্রিকেটবোদ্ধারাও ফাইনাল ম্যাচের উত্তাপে হাওয়া দিয়েছিলেন। কিন্তু সব উত্তাপ যেন নিমিষেই শেষ হয়ে যাওয়ার উপক্রম। রবিবার সন্ধ্যায় ঝড়ো বৃষ্টির কারণে ম্যাচটিই যে অনিশ্চিত হয়ে পড়েছে!

সন্ধ্যা ৭ টায় বাংলাদেশ-ভারতের ফাইনাল ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল। কিন্তু এর আগেই বিকাল থেকেই মেঘাচ্ছন্ন হয়ে ওঠে ঢাকার আকাশ। সর্বশেষ সন্ধ্যা সোয়া ৬টায় ঝড় শুরু হয় মিরপুরে। ফলে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে গেছে মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামের। আর ঝড়ো বৃষ্টির পাশাপাশি ঘুটঘুটে অন্ধকারের কারণে স্টেডিয়াম ছাড়তে শুরু করেছেন দর্শকরা।

খেলা দেখতে না পারার হতাশা ব্যক্ত করে এনামুল হক নামের এক দর্শক বলেন, ‘বাংলাদেশ-ভারত লড়াই এমনিতে ভিন্ন উত্তাপ ছড়ায়। আর এশিযা কাপের ফাইনাল বলে এ ম্যাচ নিয়ে আমার আগ্রহ দ্বিগুন ছিল। কিন্তু পুলিশের মার খেয়ে টিকিট সংগ্রহ করলেও মনের আশা পূরণ হয়নি।’



মন্তব্য চালু নেই