অনুমোদন পেলেই ছুটবে চালকবিহীন গাড়ি

গুগল তৈরি করেছে বুদ্ধিমত্তা সম্পন্ন চালকবিহীন স্বয়ংক্রিয় গাড়ি। যা নিয়ে এখন চলছে নানা গবেষণা। তবে এ আবিস্কার সাম্প্রতিক সময়ে অন্য আবিষ্কার থেকেও এগিয়ে রয়েছে।

তবে এই গাড়িটি আনুষ্ঠানিকভাবে চলাচল করার জন্য সরকারি অনুমোদনের অপেক্ষায় রয়েছে। অনুমোদন পেলেই গাড়িটি চলাচল করতে পারবে।

এ প্রসঙ্গে মার্কিন ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেফটি কর্তৃপক্ষ জানিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন স্বয়ংক্রিয় গুগল গাড়িকে ফেডারেল ল আনুসারে বিবেচনা করা যেতে পারে, যা চূড়ান্ত অনুমোদোন পাওয়ার জন্য এক ধাপ এগিয়ে নিল।

দেশটির ট্রাফিক সেফটির অ্যাডমিনিস্ট্রেশন প্রধান কৌঁসুলি পল জানান, গত ১২ নভেম্বর গুগল মার্কিন গাড়ির নিরাপত্তা নিয়ন্ত্রকদের কাছে ‘মানুষ চালকের প্রয়োজন নেই’ নামের শিরোনাম দিয়ে একটি চিঠি দেয়।

গুগলের চিঠির প্রসঙ্গে তিনি জানান, গুগল উল্লেখ করেছে তাদের এই গাড়ি স্বয়ংক্রিয় এবং অন্যান্য গাড়ির মত নয়। আমরাও একমত গুগল স্বয়ংক্রিয় গাড়িতে প্রচলিত গাড়ির মত কোনো চালক থাকবে না।



মন্তব্য চালু নেই