অনুমতি ছাড়া বক্তব্য : এমপিদের উপর ডেপুটি স্পিকারের ক্ষোভ

জাতীয় সংসদের বৈঠকে ২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে বেশিরভাগ সংসদ সদস্যই নিয়মবহির্ভূতভাবে লিখিত বক্তব্য পাঠ করায় ক্ষোভ প্রকাশ করেছেন সভাপতিত্বে থাকা ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া।

সোমবার দুপুরে জাতীয় পার্টির সংরক্ষিত আসনের সবিহা নাহার বেগমের বক্তৃতা নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে না পারায় ডেপুটি স্পিকার বলেন, আমি লক্ষ্য করছি আপনারা প্রায় সবাই লিখিত বক্তব্য পাঠ করছেন। তবে এ পর্যন্ত একজন ছাড়া বাকিরা অনুমতি ছাড়াই লিখিত বক্তব্য পাঠ করছেন। লিখিত বক্তব্য পাঠ করবেন, নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে পারবেন না- এটা হয় না।

ডেপুটি স্পিকারের ওই ক্ষোপের পরও জাতীয় পার্টির আরেক সংরক্ষিত-৫০ আসনের খোরশেদ আরা হকও লিখিত বক্তব্য পাঠ করেন। শেষ বক্তা হিসেবে আওয়ামী লীগের আনোয়ারুল আজিম আনারও লিখিত বক্তব্য পাঠ করেন। কিন্তু কেউ তারা অনুমতি নেননি।

গত ২ জুন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত নতুন অর্থবছরের বাজেট পেশ করেন। এরপর বুধবার (৮ জুন) থেকে বাজেটের ওপর সাধারণ আলোচনা শুরু হয়।

প্রসঙ্গত, সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী সংসদে লিখিত বা ইংরেজিতে বক্তব্য দিতে হলে স্পিকারের অনুমতি নিতে হয়।



মন্তব্য চালু নেই