অনলাইন গেমস বাড়িয়ে দিচ্ছে শিশুদের স্থূলতা

অনলাইন গেমস শিশুদের মধ্যে বেশি বেশি খাবার খাওয়ার প্রবণতা বাড়িয়ে দেয় বলে জানাচ্ছে নেদারল্যান্ড ভিত্তিক একদল গবেষক।

নেদারল্যান্ডসের রাডবাউড বিশ্ববিদ্যালয়ের গবেষক দলের প্রধান ফ্রান্স ফকভোর্ড প্রাথমিক স্কুল পড়ুয়াদের নিয়ে গবেষণাটি করেন। সেখানে কয়েকহাজার পড়ুয়ার উপর পরীক্ষা নিরীক্ষা চালানো হয়। প্রথমে পড়ুয়াদের অনলাইনে গেম খেলতে দেওয়া হয়। ক্যান্ডি অথবা ফলের উপরই বেশিরভাগ গেম। কয়েক জনকে আবার বিভিন্ন ধরণের খেলার সরঞ্জামের উপর খেলতে দেওয়া হয়। প্রতিটি গেম খেলার পর পাঁচ মিনিটের বিরতি দেওয়া হয় বাচ্চাদের। এই বিরতিতে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য।

জানা যায়, ক্যান্ডি গেমের খেলাতে মগ্ন বাচ্চাগুলো স্বাভাবিক অবস্থার চেয়ে বেশি খেয়েছে। স্বাভাবিক অবস্থার চেয়ে প্রায় ৭২ শতাংশ বেশি খেয়েছে তারা। যেসব শিশুরা খেলার সরঞ্জামের উপর গেম খেলেছে তাদের চেয়ে ৫৫ শতাংশ খাবার বেশি খেয়েছে ক্যান্ডি গেম খাওয়া বাচ্চারা।

নেদারল্যান্ডসের গবেষণায় দেখা যায়, অনলাইন গেমের ক্ষেত্রে বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠানগুলো খুব সুচতুর ভাবে বিষয়বস্তুর মধ্যেই ক্যান্ডির বিজ্ঞাপনের মতো শিশুমনকে আকৃষ্টকারী বিজ্ঞাপন ছড়িয়ে দিয়েছে। এর ফলে শিশুরা অজান্তেই এই অস্বাভাবিকতার শিকার হয়েছে। অস্বাভাবিক আচরণ করতে শুরু করে তারা। হিতাহিত জ্ঞানশুন্য হয়ে খেলার পরই বেশি বেশি অস্বাস্থ্যকর খাবার খেয়ে ফেলে।

দেখা গিয়েছে অনলাইন গেম না খেলা শিশুদের চেয়ে অন্তত ৫৫ শতাংশ খাবার বেশি খেয়েছে তারা।

স্বাস্থ্যকর খাবার খেয়ে সুস্থ থাকার চেয়ে অস্বাস্থ্যকর খাবার খেয়ে ওজন বেড়ে যায় শিশুদের। অকালেই বিভিন্ন রকম রোগ বাসা বাধে ছোট্ট ছোট্ট শরীরে।

এখনই নিয়ন্ত্রণ করুন আপনার সন্তানের অনলাইন গেম খেলার প্রবণতা। না হলে বিপদ।



মন্তব্য চালু নেই