অনলাইনে বিক্রি হচ্ছেন নওয়াজ শরিফ!

ব্রিটেনভিত্তিক ই-কমার্স সাইট ইবেতে ৬৬ হাজার ২শ’ (৭৪ লাখ টাকা) পাউন্ডে বিক্রির জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ছবি আপলোড করেছে এক ব্যক্তি। ওই ব্যক্তি ছবি এবং টাকার অঙ্কের বিস্তারিত বক্তব্যের জায়গায় লেখেন, ‘অনর্থক পাকিস্তানি প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে বিক্রি করা হবে’।

বিজ্ঞাপনটিতে লেখা ছিল, ‘অকার্যকর পাকিস্তানি প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ বিক্রি হবে। তার আর প্রয়োজন নেই। কোনো ধরনের বাক্স বা নির্দেশাবলী নেই। ক্রেতাকে অবশ্যই সংগ্রহ করতে হবে। বিক্রেতা আইটেমে স্পর্শ করার জন্য প্রস্তুত নয়। আজই সেন্ট্রাল লন্ডন থেকে তুলে নিন, বিক্রয় সম্পন্ন হওয়ার পর ঠিকানা দেয়া হবে। ক্রেতাকে নিজের যাতায়াত ব্যবস্থা নিজেকেই ঠিক করে নিতে হবে।’

এতে আরো বলা হয়, ‘কাজের নয় এটি। এটি কখনো কাজ করেনি। এটি জন্মের পর থেকে ত্রুটিপূর্ণ এবং দুর্নীতিগ্রস্ত। পণ্যটি নিজে এর পুরো পরিবারই জিনগতভাবে ত্রুটিপূর্ণ এবং দুর্নীতিগ্রস্ত। এটকে নিয়ে যান এবং আমাদের রোগ থেকে মুক্তি দিন। এটি কিনলে এটির সঙ্গে একই ধরনের আরেকটি প্যাকেটে শাহবাজ শরিফকে বিনামূল্যে দিয়ে দেয়া হবে আপনাকে। পরেরটি ভালো অভিনয় ও বক্তব্য দিতে পারে তবে কাজের না।’

বিবরণীর শেষে বলা হয়, ‘তাকে সাধারণত পাকিস্তানের থেকে ইংল্যান্ড, আমেরিকা এবং তুরস্কে বেশি পাওয়া যায়। তার সব ব্যবসা, প্রতিপত্তি এবং পরিবার লন্ডনে থাকে তবে তিনি এখনো পাকিস্তানে প্রধানমন্ত্রী হতে চান।’

বিজ্ঞাপনদাতার সঠিক পরিচয় জানা না গেলেও, পাকিস্তানেরই কোনো গ্রাহক এই কাজ করেছে বলে অনুমান। কারণ পানামা দুর্নীতিতে তার নাম উঠে আসার পর থেকেই নিজের দেশে কঠোর সমালোচনার মুখে পড়েছেন নওয়াজ শরিফ। এরই মধ্যে স্বাস্থ্য পরীক্ষার কারণে লন্ডন পাড়ি দিয়েছেন তিনি।‌

তবে আপলোডের কিছুক্ষণ পরেই বিজ্ঞাপনটি তুলে নেয়া হয়।



মন্তব্য চালু নেই