অনলাইনে তিলোত্তমার স্ট্রিট ফুড

সময়ের সঙ্গে পাল্লা দিয়ে পাল্টে যাচ্ছে দুনিয়া। ভোলবদল হচ্ছে কলকাতারও। ঝালমুড়ি আর ফুচকা তিলোত্তমার ফুটপথের প্রাণ। এবার তারাই দাপিয়ে বেড়াচ্ছে সাইবার দুনিয়ায়। শুনতে অবাক লাগলেই এমনটাই হচ্ছে। ঝালমুড়ি, লস্যি, শরবৎ-এর অর্ডার থেকে পেমেন্ট এখন সবই করা যাবে অনলাইনে।

মুদি বাজার থেকে পুজোর শপিং এখন হওয়া বইছে অনলাইন পারচেজ। এই পথকেই হাতিয়ার করল মধ্য কলকাতার দুই যুবক, অরুণ ও জয়দীপ। অনলাইনে বিশেষ অ্যাপের চলছে মাধ্যমে ঝালমুড়ি ও ঠাণ্ডা পানীয় পেমেন্ট।

অরুণ ও জয়দীপ দুজনেই স্নাতক পাস। তবে চাকরিতে আগ্রহ নেই তাঁদের। ওয়েলিংটন স্কোয়ারে ফুটপাথের ওপর চার ফুট বাই তিন ফুটের বাবা ঠাকুরদার দোকানকেই একটু মডিফাই করে দু’ভাই এখন পাল্লা দিচ্ছে শপিং মল গুলির সঙ্গে। আধুনিক ডিজিটাল ইন্ডিয়ার সঙ্গে তাল মিলিয়ে ফুটপাথের এই ঝালমুড়ির দোকানকে আরও জনপ্রিয় করে তুলতে ব্যস্ত তারা। ঝালমুড়ির সঙ্গে যোগ করেছে ফলের শরবৎ‍, লস্যি ও কোল্ডড্রিঙ্কস। দুই ভাইয়ের এই দোকান থেকে কোনও কিছু কিনলে পেমেন্ট করা যাবে অনলাইনে। শুধু দরকার স্মার্ট ফোন।



মন্তব্য চালু নেই