অনলাইনে জমজমাট গোবর ব্যবসা!

ভারতে শুরু হয়েছে বড়দিনের ছুটি। এখন তো সবার সোস্যাল সাইটগুলোতে ভিড় জমানোর কথা। গালগপ্পো, বিনোদন, কেনাকাটা সবই চলছে অনলাইনে। অনলাইনে কেনাকাটা করার এত সুযোগ থাকতে কে আর কষ্ট করে মার্কেটে যেতে চায় বলুন!

কিন্তু ভারতে অনলাইন মার্কেটিংয়ে কোন পন্যটির সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে তা কি জানেন? কি বলছেন, বড়দিনে কেক! আরে না, এবার অনলাইনে ভালো বিকোচ্ছে ঘুঁটে। ঘুঁটে চেনেন না, ওই যে গরুর গোবর আর বিচালি মিলিয়ে গ্রামের মেয়েরা গোল গোল করে যে দ্রব্যটি বানায় তারই নাম ঘুঁটে। গ্রামাঞ্চলে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় এগুলো।

কিন্তু এখন আমাজন আর ইবে’র মত আন্তর্জাতিক সাইটগুলোতেও গোবরের জয়জয়কার। ভারতের গরুপ্রেমিদের কল্যাণে গোবরও পেয়েছে আন্তর্জাতিক খ্যাতি। ক’দিন আগেই চলতি বছর গুগলের সেরা ব্যক্তিত্ব নির্বাচিত হয়েছিল গরু। বেঁচে থাক বাবা গরু, থুড়ি গোবর।



মন্তব্য চালু নেই