অদ্ভুত হলেও সত্য কঙ্কাল দিয়ে তৈরী একটি শহর !

ফ্রান্সের প্যারিস পৃথিবীর সবচাইতে উন্নত শিল্প সমৃদ্ধ দেশ হলেও এর কিছু কিছু ইতিহাস অন্ধকার ও কুয়াশাচ্ছন্ন। ১২ মিলিয়ন বাসিন্দাদের এই শহরের নিচে রয়েছে ৬ মিলিয়ন মানুষে দেহাবশেষ (কঙ্কাল)। প্যারিসের এই পুরাতন সমাধির গুহাটি, ২০০ মাইল এলাকা জুড়ে অবস্থিত। যার পুরোটাই মৃত মানুষের খুলি এবং হাড় দিয়ে পূর্ণ।

এখানে কাটাকম্বর মানুষের বাইরেও অনেক মানুষের হার ও খুলি রয়েছে। সিএনএন এর এক রিপোর্ট থেকে জানা যায় এখানে সব কঙ্কাল বৈধ উপায়ে আনা হয়নি। কিছু অবৈধ উপায়ও অবলম্বন করা হয়েছে। এই দু:সাহসিক কাজের জন্য তখন একদল অভিযাত্রী নির্বাচন করা হয়েছিলো।

11188169

এখানে থরেবিথরে সাজানো রয়েছে কংকালের হার ও খুলি। গির্জার সমাধিস্থল ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে মৃত মানুষদের কঙ্কালও এখানে রয়েছে। তবে এখন এটি একটি পর্যটন বান্ধব, ও আইনি নিয়ন্ত্রণে পরিচালিত। ১৭০০ সালের মাঝা মাঝি সময়ে এটি নির্মান করা হয়।

যারা কমপক্ষে ৩০ বছর আগে মারা গেছে এবং তাদের খুলি এখানে সংরক্ষণ করা হয়। এখানকার খুলি, হাড়গুলো রাতের বেলা নিজে নিজে এক জায়গা থেকে অন্য জায়গার যাতায়ার করে বলে কথিত আছে।

সূত্র: ডেইলি মেইল।



মন্তব্য চালু নেই