অদৃশ্য হওয়ার উপায় এবার আপনার হাতে…

প্রথমে লন্ডনের কুইন মেরি ইউনিভার্সিটির একদল গবেষক আবিষ্কার করেছিলেন একটি বস্তু যা অদৃশ্য করে দিতে পারে যা কিছু৷ বর্তমানে সেই গবেষক দলই আবিষ্কার করেছে এমন একটি ঘড়ির মতো বস্তু যা বদলে দিতে পারে কোনও বক্রতলকে সমতলে৷ মূলত ভূ-চৌম্বকত্বকে ব্যবহার করেই কাজ করবে এই বস্তু৷

ইয়াঙ্গ হাওয়ের মতে এই বস্তুর দ্বারা যেকোনও সাইজ ও আকাড়ের বস্তুর পরিবর্তন ঘটানো সম্ভব৷ এক গবেষক জানিয়েছেন, এই বস্তুটি বানানোর ক্ষেত্রে ইনভিজিবিলিটি ক্লকের ভাবনা ব্যবহার করা হয়েছে৷ তাদের আগের আবিষ্করটিও কাজ করেছে বলে জানিয়েছেন ইয়াঙ্গ হাও৷ তবে সেটি একটি নির্দিষ্ট দূরত্ব পর্যন্তই কাজ করত৷ তবে এই নয়া আবিষ্কার বহু দূরত্ব পর্যন্ত কাজ করবে বলেই জানা গিয়েছে৷ যা একাধারে সাহায্য করবে ইঞ্জেনিয়ারিং শিল্পকে৷ গবেষনার আরও এক সদস্য লুইগি লা স্পাদা জানিয়েছেন, পৃষ্ঠ তরঙ্গ ম্যানিপুলেশন প্ল্যাটফর্মের নকশার প্রযুক্তিগত বিভিন্ন অ্যাপ্লিকেশনের বিকাশের অন্যতম চাবিকাঠি৷ ফলে বলাই যায় এরপরে অদৃশ্য ঘড়ি বানানোও বিজ্ঞানীদের কাছে সত্যিই আরও অসুবিধার বিষয় হয়ে রইল না৷



মন্তব্য চালু নেই