অটোরিকশা দেখা মাত্রই জব্দের নির্দেশ

রাজধানী ঢাকাসহ সারাদেশের সব সড়ক-মহাসড়কে ব্যাটারিচালিত অটোরিকশা দেখা মাত্রই জব্দ করার নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার সকাল থেকে রাজধানীর মিরপুর, গাবতলী, হেমায়েতপুর ও নবীনগরে অটোরিকশা বন্ধে অভিযান চলাকালে এ নির্দেশ দেন তিনি।

অভিযানে এসব এলাকা থেকে অন্তত ১৬৩টি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে। এছাড়া অভিযানের সময় হেমায়েতপুর, নবীনগর ও আমিনবাজার সড়কের অবৈধ স্ট্যান্ডও সরিয়ে দেন মন্ত্রী।

সেতুমন্ত্রী বলেন, ব্যাটারিচালিত অটোরিকশার কারণে সারা দেশে দুর্ঘটনা ঘটছে। সেই সঙ্গে অপচয় হচ্ছে বিদ্যুৎ। হাইকোর্টের নির্দেশনা ও সড়ক নিরাপত্তা কাউন্সিলের আপত্তি না মেনে অনুমোদিত এসব বাহন সড়কে দাপট দেখাচ্ছে। এখন থেকে আর কোনো ব্যাটারিচালিত অটোরিকশা, নসিমন, করিমনকে সড়ক-মহাসড়কে চলতে দেয়া হবে না।



মন্তব্য চালু নেই