অগ্নিদগ্ধদের চিকিৎসার ভার নিলেন প্রধানমন্ত্রী

আশুলিয়ায় গ্যাস লাইটার কারখানায় অগ্নিদগ্ধদের চিকিৎসার ব্যয়ভার গ্রহণ ও আর্থিক সহযোগিতা দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে অগ্নিদগ্ধদের দেখতে এসে এ তথ্য জানান সংসদ সদস্য ডা. মো. এনামুর রহমান।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে আমার আলাপ হয়েছে। তিনি আশুলিয়ায় গ্যাস লাইটার কারখানায় অগ্নিকাণ্ডে আহতদের চিকিৎসা ব্যয় গ্রহণের কথা আমাকে জানিয়েছেন। তাছাড়া ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আর্থিক সহায়তাও দেবেন তিনি।

কবে এ আর্থিক সহায়তা দেওয়া হবে জানতে চাইলে তিনি বলেন, প্রধানমন্ত্রী এখন সিলেটে রয়েছেন। সেখান থেকে ফিরে এসেই দগ্ধদের হাতে ২০ হাজার টাকার আর্থিক অনুদান তুলে দেবেন।

এর আগে সকালে ঢামেক হাসপাতালে দগ্ধদের দেখতে এসে ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তার আশ্বাস দেন ভারপ্রাপ্ত প্রশাসক ডা. সারোয়ার বারী।

প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার বিকেলে শিল্পাঞ্চলের জিরাবো এলাকায় কালার ম্যাচ বিডি লিমিটেড নামের কারখানায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডে কারখানায় কর্মরত অন্তত ২৩ শ্রমিক দগ্ধ হন। এদের মধ্যে ২১ জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আহতদের মধ্যে মঙ্গলবার দিবাগত রাত আড়াইটায় আঁখি (১৪) নামে এক কিশোরী মারা যান।



মন্তব্য চালু নেই